4/13/20

লকডাউন মুহূর্তে কমলাসাগর অসহায় অবস্থায় এক পরিবার।৷At the moment of lockdown, a family is in a state of disrepair..

0

*লকডাউন মুহূর্তে কমলাসাগর অসহায় অবস্থায় এক পরিবার।At the moment of lockdown, a family is in a state of disrepair.

লকডাউন মুহূর্তে কমলাসাগর অসহায় অবস্থায় এক পরিবার।৷At the moment of lockdown, a family is in a state of disrepair..

কমলাসাগর

সাধারণ দিনমজুর শ্রমজীবী নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। একদিন কাজ করলে সংসার চলে যদি কাজ না পায় তাহলে না খেয়েই থাকতে হয়। সংসারের চারজনকে নিয়ে স্বামী স্ত্রী এক ছেলে এক কন্যা। কমলাসাগর বিধানসভার ফুলতলী পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডের বাসিন্দা বাদল দেব এর বাড়ি মতিনগর। লকডাউনের আজ একাদশতম দিন কিন্তু বাড়ি থেকে বের না হতে পেরে ছেলে স্ত্রীকে নিয়ে কষ্টে দিন কাটাতে দেখা যায় তাদের কে। গোটা রাজ্যে যখন  বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা এবং রাজনৈতিক নেতৃত্বৱা   সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কিন্তু বাদল দেব এর ক্ষেত্রে ব্যতিক্রম। স্থানীয় ফুলতুলি পঞ্চায়েত কিংবা মন্ডল, বাম কিংবা  ডান নেতৃত্বৱা এগিয়ে আসেনি বলে অভিযোগ তার। এই সংকটময় পরিস্থিতি থেকে রক্ষা পেতে মহকুমা এবং জেলা প্রশাসনের পাশাপাশি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর
নিকট সাহায্যের আর্জি জানিয়েছেন বাদল বাবু। এদিকে রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধার প্যাকেজ ঘোষণা করেছেন। ইতিমধ্যেই জেলা ও মহকুমা প্রশাসন সরকারের ঘোষিত সুবিধাগুলো সাধারণ মানুষের নিকট পৌঁছে দেওয়ার জন্য রাতদিন কাজ করছেন। এর পরেও এই ধরনের ঘটনা কেন হচ্ছে তা তদন্ত করা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

       English     

লকডাউন মুহূর্তে কমলাসাগর অসহায় অবস্থায় এক পরিবার।৷At the moment of lockdown, a family is in a state of disrepair..

কমলাসাগর

Normal day laborer is working to bring salt to labor.  One day, if the family does not get work, then you have to eat.  The husband and wife of one of the four men of the family are a daughter.  Matinagar is the home of Badal Dev, a resident of ward 5 of the Fultali Panchayat in the Kamlasagar assembly.  Today is the eleventh day of lockdown but after being unable to get out of the house, the boy and his wife are seen spending their days in trouble.  All over the state, various clubs, social organizations and political leadership have extended their help but Badal Dev is an exception.  He alleged that the local phululi panchayat or mandal, left or right leadership did not come forward.  To save from this crisis, the Hon'ble Chief Minister of the state, Biplob Kumar Dev, along with the sub-division and district administration

 Badal Babu has applied for help.  Meanwhile, the state government has announced various package of benefits for the common people.  Already, the district and subdivision administration has been working day and night to reach the declared benefits of the government.  However, Mahal said it was necessary to investigate why such incidents were taking place.
Author Image

About PF BANGLA NEWS
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design

No comments:

Post a Comment