অসহায় গরীব মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলো বিবেকানন্দ সংঘ শুক্রবার বেলা 12 ঘটিকার সময় দুপুর 12 ঘটিকার সময় এলাকার দেড়শো পরিবারের মধ্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি মানুষকে চাল, আলু, সোয়াবিন, তেল, লবণ, সাবান সার্ফ, বিস্কুট ইত্যাদি প্রদান করা হয়। উপস্থিত ছিলেন সিপাহী জলা জেলা জেলাশাসক চন্দ্রকুমার জমাতিয়া, নোবেল করোনা ভাইরাস সিপাহীজলা জেলার ইনচার্জ অবিরাম দেববর্মা, বিশ্রামগঞ্জ পঞ্চায়েতের প্রধান সুধাংশু দাস বৈষ্ণব, বিশ্রামগঞ্জ থানার ওসি পান্নালাল সেন, বিশ্রামগঞ্জ বাজার কমিটির সভাপতি বাবুল সাহা, সম্পাদক রাম মানিক দেবনাথ, বিবেকানন্দ সংঘের সভাপতি প্রশান্ত সাহা, সম্পাদক বাপ্পা দেবনাথ বিশিষ্ট সমাজসেবী রণজিৎ রায় প্রমূখ। জেলাশাসক জমাতিয়া আলোচনাকালে বলেন সারাদেশের সাথে রাজ্যেও লকডাউন পাশাপাশি 144 ধারা জারি রয়েছে এই মুহূর্তে সকলকে দূরত্ব এবং জনসমাগম এড়িয়ে চলতে হবে কোন জায়গাতে কোনমতে যাতে জনসমাগম না করা হয় সেদিকে নজর রাখার জন্য উপস্থিত সকল প্রতিনিধিদের প্রতি আবেদন করেন তিনি যদি কোথাও সরকারের নির্দেশাবলী অমান্য করতে দেখা যায় প্রশাসন কঠোরভাবে পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান তিনি। বিবেকানন্দ সংঘের উদ্যোগে দেড় শতাধিক অসহায় মানুষের মধ্যে এই কঠিন পরিস্থিতির মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করার উদ্যোগ সাধুবাদ জানিয়েছেন জেলাশাসক জেলার প্রতিটি ক্লাব সোসাইটি এবং এনজিওগুলো এই পরিস্থিতির মুহূর্তে গরীব অসহায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করেন তিনি তবে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করার ক্ষেত্রে সকল প্রতিনিধিদের প্রতি দূরত্ব বজায় রাখা এবং জনসমাগম এড়িয়ে চলার জন্য নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে খাদ্য সামগ্রী বিতরণ মুহূর্তে বিশ্রামগঞ্জ থানা কর্তৃক গরিব অসহায় মানুষদেরকে বিস্কুট বিতরণ করা হয়। সাধারণ অসহায় গরীব মানুষ বিবেকানন্দ সঙ্গের কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি বিবেকানন্দ সংঘ সাধারণ অসহায় মানুষকে আগামী দিনে আরো বেশি সাহায্য সহযোগিতা রাতে করতে পারে তার অগ্রগতি কামনা করেন তারা।